কলমে..মো:মাহবুবুর রহমান
,
,
জীবন সঙ্গী তাকেই খোদা,দিও আমার করে
যাহার কথা সর্বদাই, থাকে আমার অন্তরে!
চাইনা আমি রুপ সৌন্দর্য, চাই না জমিদারি
যাকে ভালোবাসি আমি সে,হয় যেন আমারি।
ভালোবাসার বন্ধনে তুমি, করিও আবদ্ধ!
সম্পর্ক যেন অটুট থাকে, চিরকাল সীমাবদ্ধ।
তোমায় পেলে এই ভুবনে, হইবে পাওয়া সব'ই!
তুমি বিহনে এই ভুবন আমার, শূন্য মরুভূমি।
তোমার আশায় পথ চেয়ে রয়,জনম জনম ভর!
প্রয়োজন হয়নি বলে তুমি, নেও'নি আমার খবর।
আমিও তো নাছোরবান্দা, ছাড়বো নাতো হাল!
জীবন সঙ্গী হিসেবে তোমায়,প্রয়োজন যে বিশাল।
যদি তোমায় আপন করেই,নাহি পাই আমার!
তবে!জীবন সঙ্গী চাইনা যে আর,থাকবো চিরকুমার।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ হোসেন, বার্তা সম্পাদকঃ ফয়সাল হোসেন
বানিজ্যিক কার্যালয়ঃ নিউ মার্কেট ২য় তলা, সদর, লক্ষ্মীপুর। মোবাইলঃ 01727-619068
ই-মেইলঃ matribhumirkotha@gmail.com
Copyright © 2025 দৈনিক মাতৃভূমির কথা. All rights reserved.