ব্যাঙের বিয়ে
সুনিল চন্দ্র রায়
রোদ পড়েছে ঘাম জমেছে
হয়েছে শুরু খড়া
চারদিকে দেখি হাহাকার
উত্তপ্ত বসুন্ধরা।
নেই বৃষ্টি, মাঠ ফেটেছে
বাঁচা বড় দায়
বিজ্ঞ, জ্ঞানী গায়ের লোকে
খুঁজছে এক উপায়।
আষাঢ় শেষে শ্রাবণ মাসে
ধুম পরেছে গায়ে
নাদুস নুদুস সোনা ব্যাঙের
আজ লেগেছে বিয়ে।
ঢাক বাজিছে, ঢোল বাজিছে
বাজিছে আরো শানাই
ব্যাঙের বিয়ের আয়োজনটা
পূর্ণ ষোলো আনাই।
ব্যাঙ মহাশয় টোপর পড়ে
আসল বরের বেশে
ব্যাঙের বিয়ে পূর্ণ হলে
শান্তি ফিরবে দেশে
কনে ব্যাঙটা সাজছে দেখ
যেনো রাজকন্যা
মাঝ কপালে সিঁদুর দেখো
যেনো বইছে রূপের বন্যা।
গায়ের লোকের ভিড় জমেছে
খুশিতে মেতেছে শিশু
খাওয়া দাওয়ার মিলন মেলা
নাই বাকি আর কিছু।
বরুণ দেব তুষ্ট হয়ে
দিবেন কি আজ দেখা?
সোনার দেশের সরল মানুষ
করছে বৃষ্টির অপেক্ষা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ হোসেন, বার্তা সম্পাদকঃ ফয়সাল হোসেন
বানিজ্যিক কার্যালয়ঃ নিউ মার্কেট ২য় তলা, সদর, লক্ষ্মীপুর। মোবাইলঃ 01727-619068
ই-মেইলঃ matribhumirkotha@gmail.com
Copyright © 2025 দৈনিক মাতৃভূমির কথা. All rights reserved.