আমার দেহ এক টুকরো ফিলিস্তিন!
রাছেল যামান
ইজরায়েলের প্রতিটি
বুলেট -বোমা আমার বুকে এসে পড়ে!
ছিন্নভিন্ন করে দেয় আমার সকল আশাভরসা!
প্রতিদিন দেখতে হয় শত শত মৃত্যুর মিছিল!
কোথায় আমার মা!
কোথায় আমার বাবা!
কোথায় আমার স্নেহের ছোটো বোনটি!
কোথায় আমার দুঃখ কষ্ট বিনিময় করা প্রিয় বন্ধুরা!
এক পোটা পানির জন্য,
ঝরাতে হয় শতো পোঁটা শরীরের ঘাম
একটি রুটির জন্য ছোটাছুটি করতে হয়
গাঁজার এক প্রান্ত থেকে অপর প্রান্তর!
আমাকে রক্ষা করার কেউ কি নেই!
কেনো,আমি কি মানুষ নই!
আমিকি এই পৃথিবীর অংশ নই!
আমার কি এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার টুকু নেই!
তাহলে,কিসের এই জাতিসংঘ!
কেনো ওআইসি!
কোন মানবাধিকার!
না,না,না আমি মানিনা
আমি মানিনা এই জাতিসংঘ
মানিনা ওয়াইসি,মানিনা মানবাধিকার
এসব ভন্ডামি,নষ্টামি, ধোঁকাবাজি!
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ হোসেন, বার্তা সম্পাদকঃ ফয়সাল হোসেন
বানিজ্যিক কার্যালয়ঃ নিউ মার্কেট ২য় তলা, সদর, লক্ষ্মীপুর। মোবাইলঃ 01727-619068
ই-মেইলঃ matribhumirkotha@gmail.com
Copyright © 2025 দৈনিক মাতৃভূমির কথা. All rights reserved.