নিজস্ব প্রতিবেদক-
দ্রুত নির্বাচনের কোনো লক্ষণ দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন মির্জা আব্বাস।
বিএনপির এই নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সরকারের ডানে-বামে থাকা আওয়ামী লীগের দোসররা ড. ইউনুসকে সঠিক পথে পরিচালিত হতে দেবে না, তাই এসব লোকদের থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানাই।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে নানা ষড়যন্ত্র হচ্ছে, ঐক্য নষ্ট হলে আবারো বাংলাদেশ ভারতের আধিপত্যবাদের কবলে পড়বে। তাই ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রোধে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এ সময় আওয়ামী দোসর যারা পুলিশ-প্রশাসনে আছেন, তাদের সাজার আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ হোসেন, বার্তা সম্পাদকঃ ফয়সাল হোসেন
বানিজ্যিক কার্যালয়ঃ নিউ মার্কেট ২য় তলা, সদর, লক্ষ্মীপুর। মোবাইলঃ 01727-619068
ই-মেইলঃ matribhumirkotha@gmail.com
Copyright © 2025 দৈনিক মাতৃভূমির কথা. All rights reserved.