মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুককে বৃহস্পতিবার (২২ মে) বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। শাজাহানপুর থানা পুলিশ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করে। ইউপি চেয়ারম্যান ফারুক খোট্টাপাড়া ইউনিয়নের বোহাইল গ্রামের মাহবুর রহমানের পুএ এবং বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর ভাগিনা ।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুকের বিরুদ্ধে যুবদল নেতা ফোরকান হত্যা,নাশকতাসহ বেশকয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ হোসেন, বার্তা সম্পাদকঃ ফয়সাল হোসেন
বানিজ্যিক কার্যালয়ঃ নিউ মার্কেট ২য় তলা, সদর, লক্ষ্মীপুর। মোবাইলঃ 01727-619068
ই-মেইলঃ matribhumirkotha@gmail.com
Copyright © 2025 দৈনিক মাতৃভূমির কথা. All rights reserved.