ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীর গোপালখিলা উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আবু বকর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন ঘোষণা করেন শেরপুর জেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আলহাজ খোরশেদ আলম ইয়াকুব।
বিগত ১৩ অক্টোবর শুক্রবার বিকেলে গোপালখিলা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং গড়জরিপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ জলিল।
বিশেষ অতিথি ছিলেন ৯ নং কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, ৭ং ভেলুয়া ইউপি চেয়ারম্যান আবদুল করিম, ১০ নং গড়জরিপা ইউনিয়ন আওয়ামী লীগের যুন্ম সাধারণ সম্পাদক শাকিল আহামেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে গোপালখিলা ইয়াংস্টার ক্লাব টাইব্রেকারে ৪ – ৩ গোলে নিলক্ষীয়া একাদশ কে পরাজিত করে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ হোসেন, বার্তা সম্পাদকঃ ফয়সাল হোসেন
বানিজ্যিক কার্যালয়ঃ নিউ মার্কেট ২য় তলা, সদর, লক্ষ্মীপুর। মোবাইলঃ 01727-619068
ই-মেইলঃ matribhumirkotha@gmail.com
Copyright © 2025 দৈনিক মাতৃভূমির কথা. All rights reserved.