রয়্যাল বেঙ্গল টাইগার
শাকিল ইসলাম
বঙ্গ ভারতের বিশাল বনভূমি দাপিয়ে,
বেড়াত সে ওই রাজসিক ভাব দেখিয়ে;
সেই রাজার রাজ্য অবলুপ্তিতে এগিয়ে,
রাজা রাজন্যবর্গের বাহাদুরি লেলিয়ে।
বাংলা ভারতের শ্রেষ্ঠ টাইগার রিজার্ভ,
রামগঙ্গা ও কোশি নদীর মধ্য ভূমিতে;
জিম করবেট ন্যাশনাল রিজার্ভ ভারতে,
সুবিস্তীর্ণ পাহাড় ঘেরা অরণ্যভূমিতে।
চার অযুত রয়্যাল বেঙ্গল টাইগারে,
বাঘ রাজত্ব হাজার হাজার বছর ধরে;
বিংশ শতাব্দীর সূচনায় ভারতবর্ষ জুড়ে,
অভয়ারণ্য ক্ষেত্র গোটা সুন্দরবন জুড়ে।
রাজারাজড়াদের বীরত্ব প্রদর্শনীতে,
সাহসিকতা প্রদর্শনের মিথ্যা উস্কানিতে;
নির্বিচার শিকারী ও চোরাকারবারীতে,
উনিশ শতকে সংখ্যায় কয়েক’শো-তে।
অজিন, হাড়গোড় আর মাথার খুলি,
বাঘ হয়েছিল বনদস্যুর চোখের বালি;
রাষ্ট্রীয় গর্বের চিহ্ন রক্ষায় সবাই মিলি,
জাতীয় পশু রক্ষায় এক মোহনায় চলি।
তারিখঃ ২০/০৫/২০২৩ খৃস্টাব্দ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।