ঢাকাশনিবার , ২০ মে ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দুর্ঘটনা
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. লক্ষ্মীপুর
  9. শিক্ষাঙ্গন
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রয়্যাল বেঙ্গল টাইগার

ডেস্ক এডিটর
মে ২০, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রয়্যাল বেঙ্গল টাইগার
শাকিল ইসলাম

বঙ্গ ভারতের বিশাল বনভূমি দাপিয়ে,
বেড়াত সে ওই রাজসিক ভাব দেখিয়ে;
সেই রাজার রাজ্য অবলুপ্তিতে এগিয়ে,
রাজা রাজন্যবর্গের বাহাদুরি লেলিয়ে।

বাংলা ভারতের শ্রেষ্ঠ টাইগার রিজার্ভ,
রামগঙ্গা ও কোশি নদীর মধ্য ভূমিতে;
জিম করবেট ন্যাশনাল রিজার্ভ ভারতে,
সুবিস্তীর্ণ পাহাড় ঘেরা অরণ্যভূমিতে।

চার অযুত রয়্যাল বেঙ্গল টাইগারে,
বাঘ রাজত্ব হাজার হাজার বছর ধরে;
বিংশ শতাব্দীর সূচনায় ভারতবর্ষ জুড়ে,
অভয়ারণ্য ক্ষেত্র গোটা সুন্দরবন জুড়ে।

রাজারাজড়াদের বীরত্ব প্রদর্শনীতে,
সাহসিকতা প্রদর্শনের মিথ্যা উস্কানিতে;
নির্বিচার শিকারী ও চোরাকারবারীতে,
উনিশ শতকে সংখ্যায় কয়েক’শো-তে।

অজিন, হাড়গোড় আর মাথার খুলি,
বাঘ হয়েছিল বনদস্যুর চোখের বালি;
রাষ্ট্রীয় গর্বের চিহ্ন রক্ষায় সবাই মিলি,
জাতীয় পশু রক্ষায় এক মোহনায় চলি।

তারিখঃ ২০/০৫/২০২৩ খৃস্টাব্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।