ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দুর্ঘটনা
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. লক্ষ্মীপুর
  9. শিক্ষাঙ্গন
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ
  12. সাহিত্য

খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

ডেস্ক এডিটর
ডিসেম্বর ৮, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

 

ফয়সাল হোসেন, নিজস্ব প্রতিবেদক-

খসড়া ভোটার তালিকা আগামী ২ জানুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আজ রবিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে তাদের জরুরিভিত্তিতে আগামী ২ জানুয়ারির আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ভোটার তালিকা আইন অনুযায়ী, বাংলাদেশের নাগরিকরা ১৮ বছর বয়স পূর্ণ করলেই ভোটার হতে পারেন। এজন্য বছরের যেকোনো সময়ই ভোটার হওয়া যায়। তবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করে প্রতি বছরের ২ মার্চ। তার আগে ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে দাবি ও আপত্তি নেয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।