ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দুর্ঘটনা
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. লক্ষ্মীপুর
  9. শিক্ষাঙ্গন
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ায় গ্রেফতার-৯

ডেস্ক এডিটর
মে ২৫, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

মাহমুদুর রহমান মনজু, লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপসহ আওয়ামীলীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় রবিবার দুপুর পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় কমলনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রদীপ চন্দ্র শীলকে ক্লোজড করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। রবিবার (২৫ মে) দুপুরে কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার রাতে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে এএসআই প্রদীপ চন্দ্র শীল বাদী হয়ে এ মামলা করেন। পরে রাতেই উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- চরকাদিরা ইউনিয়নের দক্ষিণ চর কাদিরা গ্রামের ত্রিকোট চন্দ্র দাস, সনজিৎ চন্দ্র দাস, সেম্ভু চন্দ্র দাস, মো. মিলন, আব্দুর রহিম, নুর আলম, আব্বাস উদ্দিন, হেলাল উদ্দিন ও ইরা দাস।

স্থানীয়রা জানায়, রাজু কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এএসআই প্রদীপ শনিবার দুপুরে চরঠিকা গ্রাম থেকে রাজুকে আটক করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার কয়েকশত নারী-পুরুষ জমায়েত হয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেন তারা। খবর পেয়ে কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। ওই সময় উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহবান জানিয়ে তিনি অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে ওইদিন বিকেলে রাজুর নিকটাত্মীয় জেএসডির যুব পরিষদ নেতা খোকন হ্যান্ডকাপটি উদ্ধার করে পুলিশের কাছে জমা দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেন।

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, গ্রেফতাররা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে জড়ো করে রাজুকে গ্রেফতারে বাধা সৃষ্টি করেছে। হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এএসআই প্রদীপকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। পলাতক রাজুকে ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানান ওসি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।