ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দুর্ঘটনা
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. লক্ষ্মীপুর
  9. শিক্ষাঙ্গন
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাসর ঘরে নববধুর পুত্র সন্তান প্রসব, হতাশ স্বামী সজীব

ডেস্ক এডিটর
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

এমরান হোসাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি:

বিয়ের দিন বাসর ঘরে পুত্র সন্তান জন্ম দিয়েছে রিয়া আক্তার। এতে হতাশ হয়ে পড়েছে নববিবাহিত স্বামী সজিব।

ঘটনাটি ঘটেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তনু মিয়া হাজী বাড়ীতে । আবু তাহেরের ছেলে সজীব এর সাথে একি উপজেলার ২ নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের  গঙ্গাপুর গ্রামের লালআব্দুলার বাড়ীর  নুর নবীর মেয়ে রিয়া আক্তার এর সাথে পারিবারিক ভাবে ঘটক সাহাবুদ্দিনের মাধ্যমে উভয় পক্ষের সম্মতিক্রমে রবিবারে তাদের বিয়ে হয়। এরপর সামাজিক নিয়ম অনুযায়ী ছেলে পক্ষ নব বধূকে নিয়ে আসে ।এরপরই ঘটে বিপত্তিকর এই ঘটনা। বাসর ঘরে নববধূ জন্মদেয় একটি পুত্র সন্তান। এতে হতাশ হয়ে পড়ে সজিব ও তার পরিবার।

ছেলের পিতা আবু তাহের জানান, ঘটক শাহাবুদ্দিনের মাধ্যমে মেয়ে দেখে কোর্ট এফিডেভিড এর মাধ্যমে বিয়ে করিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসি । রাতে আমাদের নতুন বৌ একটি পুত্র সন্তানের জন্ম দেন। এতে আমরা হতাশ হয়ে পড়েছি। মেয়ের পিতাকে খবর দিয়েছি আসলে আমরা সিদ্ধান্ত নেব।

মেয়ের পিতা নূর নবী জানান, মেয়েকে বিয়ে দেয়ার পর ছেলেপক্ষ তাদের বাড়িতে নিয়ে যায়। আজ সকালে ফোন করে জানান আমার মেয়ে নাকি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এ ব্যাপারে আমি আর কিছুই জানিনা।

এই বেপারে ইউপি সদস্য আবুল কালাম ভূঁইয়া জানান, বিভিন্ন মাধ্যমে ঘটনাটি শুনেছি। আজ বিকেলে ছেলে পক্ষ মেয়েকে মেয়ের বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মেয়ে এখন মেয়ের বাপের বাড়িতে আছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।