আবদুল্লাহ আল মামুন:
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় আহ্বানে চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দাগনভূঞা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা ওষুধ বিক্রয়ের কমিশন বৃদ্ধিসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ এবং সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবি জানান। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ওষুধ কোম্পানির সব ধরনের ওষুধ বিক্রি বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপে যেতে বাধ্য হবেন তারা বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির মাদারীপুর দাগনভূঞা উপজেলা সভাপতি জহিরুল হক মিলন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সহ সভাপতি বেলায়েত হোসেন শিমুল, কার্যকরী সদস্য লিয়াকত আলী, ওমর ফারুক, আরিফুল ইসলাম, ডালিম কুমার দাস ও আহমদ উল্যাহ প্রমুখ।
কর্মসূচিতে উপজেলার অর্ধশতাধিক ওষুধ ব্যবসায়ী অংশ নেয়।