ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দুর্ঘটনা
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. লক্ষ্মীপুর
  9. শিক্ষাঙ্গন
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

ডেস্ক এডিটর
মে ২৩, ২০২৫ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

এস,আর,সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সোনাদিঘি মোড়ে অভিযান চালিয়ে ১০টি চোরাই মোবাইল ফোনসহ একজন চোরকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. শহিদ (২৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘী সোনা মসজিদ এলাকার মো. খায়রুল ইসলামের ছেলে।

ঘটনার বিষয়ে জানা গেছে, (২১ মে) বুধবার সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বোয়ালিয়া থানার সোনাদিঘি মোড়ে সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে এক ব্যক্তি চোরাই মোবাইল বিক্রির জন্য অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে অভিযানে নেমে ডিবি টিম অভিযুক্ত শহিদকে আটক করে। তার দেহ তল্লাশি করে ১০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদ স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মোবাইল ফোন বাংলাদেশে এনে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। জব্দকৃত মোবাইল ফোনগুলোর কোনো বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি।

এ ঘটনায় শুল্ক ফাঁকিসহ অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।