রামগঞ্জ (লক্ষীপুর): লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার কাশিমনগর গ্রামে ক্রয়কৃত সম্পত্তির বসতবাড়ি থেকে ব্যবসায়ী খোরশেদ আলম ও তার পরিবারকে উচ্ছেদ করতে না পেরে বসতবাড়িতে ১৪৪ ধারা মামলা করে সম্পত্তি বিক্রেতা আনোয়ার হোসেন বাবুলের স্বজন মমতাজ বেগম।আদালতের নির্দেশনা পেয়ে লামচর ইউপি ভুমি কর্মকর্তা শাহাবুদ্দীন ১৫ মে বিকেলে বিতর্কিত সম্পত্তি সরেজমিনে তদন্ত করেন। এসময় মামলার বাদী- আসামী, বাড়ির লোকজন, বেডিবাজার ব্যবসায়ী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত লোকজন বলেন, আব্দুল মান্নানের পুত্র আনোয়ার হোসেন বাবুল পাশর্^বতি গ্রামের উত্তর কালিকাপুর গ্রামের এমদাদুল উল্যাহর ঢাকার ব্যবসায়ী পুত্র খোরশেদ আলমের কাছে সাড়ে ৩৮শতাংশ সম্পত্তি বায়নাচুক্তি বদ্ধ হয়। বায়নাচুক্তির পরে আনোয়ার হোসেন বাবুল ওয়ারিশী অজুহাত দেখি গ্রাম্য সালিস বসিয়ে বিগত ১৪ মে-২০২৪ ইং ৬৫ লক্ষ ২০ হাজার মূল্যে পৌনে ১৮ শতাংশ সম্পত্তি ও নির্মানাধিণ ভবনসহ বিক্রি করে। টাকা নেওয়ার পরে সম্পত্তি রেজিস্ট্রি দিয়ে আনোয়ার হোসেন বাবুল নানা ভাবে সম্পত্তি ক্রয়কারী ব্যবসায়ী খোরশেদ আলম ও তার স্বজনের কাছে আরো ৩০ লক্ষ টাকা দাবী করে। উক্ত টাকা না দেওয়ায় আনোয়ার হোসেন বাবুল পরিকল্পিত ভাবে তার মা-বোনকে দিয়ে ২৬ এপ্রিল শনিবার সকালে অতর্কিত হামলা চালিয়ে খোরশেদ আলমের ভাই বিল্লাল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগমকে বেধম প্রহার করে এবং আনোয়ার হোসেন বাবুল ২৯ এপ্রিল তার বোন মমতাজ বেগমকে বাদী করে লক্ষীপুর আদালতে পৃথক দুটি মামলা করে। দুটি মামলার মধ্যে মারধরের মামলা রামগঞ্জ থানা পুলিশ এবং অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা এ্যাসিল্যান্ট অফিস তদন্ত করছে।