ঢাকাশুক্রবার , ২৫ আগস্ট ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দুর্ঘটনা
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. লক্ষ্মীপুর
  9. শিক্ষাঙ্গন
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডেস্ক এডিটর
আগস্ট ২৫, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ফারজানা (১০) ও রাহিম (৮) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের বাইশমারা এলাকায় এ ঘটনা ঘটে।

তারা দুইজন ওই এলাকার আনোয়ার হোসেনের সন্তান।

স্থানীয় লোকজন জানায়, শিশু রাহিম ও ফারজানা বাড়ির পাশের পুকুর পড়ে যায়। এসময় একজন পানিতে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধারে পানিতে নামে। এতে দুইজনেই পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা গেছে। তাদেরকে আমরা মৃত পেয়েছি। মরদেহগুলো পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।