এস,আর,সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:
নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি নিজের জমি সুরক্ষিত রাখি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি সেবা মেলা উপলক্ষে রবিবার বেলা ১১টার তানোর উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।
পরে বর্ণাঢ্য র্যালি তানোর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তানোর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্ব সহকারী কমিশনার ভূমির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী,তানোর উপজেলা কৃষি কর্মকর্তা এম সাইফুল্লাহ, তানোর উপজেনা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তানোর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক তোফাজ্জুল হোসেন তোফা।
এ সময় আরো উপস্থিত ছিলেন তানোর ভূমি অফিসের নাজির সাদিল হোসেন,তানোর ইউনিয়ন ভূমি কর্মকর্তা তানভীর আহম্মেদ , মুন্ডুমালা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইকবাল কাশেম,কামারগাঁ ইউনিয়ন ভূমি কর্মকর্তা তারেক আজিজ,জমা সহকরী ইমরুল কাশেম ইমন প্রমুখ।