ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দুর্ঘটনা
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. লক্ষ্মীপুর
  9. শিক্ষাঙ্গন
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ
  12. সাহিত্য

হে অন্তরতর

ডেস্ক এডিটর
এপ্রিল ১১, ২০২৩ ৩:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

.. মনোয়ার হোসেন

 

 

 

হে বন্ধু মোর, হে অন্তরতর,

এ জীবনে যা কিছু সুন্দর;

সকলই আজ বেজে উঠুক সুরে-

প্রভু! তোমার গানে, তোমার গানে, তোমার গানে

 

ধায় যেন মোর সকল ভালোবাসা-

প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে

 

চিত্ত মম যখন যেথা থাকে,

সাড়া যেন দেয় সে তব ডাকে;

যত বাঁধন সব টুটে গো যেন-

প্রভু! তোমার টানে, তোমার টানে, তোমার টানে

 

ধায় যেন মোর সকল ভালোবাসা-

প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে

 

বাহিরের এই ভিক্ষা-ভরা থালি,

এবার যেন নিঃশেষে হয় খালি;

অন্তর মোর গোপনে যায় ভরে-

প্রভু, তোমার দানে, তোমার দানে, তোমার দানে

 

ধায় যেন মোর সকল ভালোবাসা-

প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।