ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দুর্ঘটনা
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. লক্ষ্মীপুর
  9. শিক্ষাঙ্গন
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অধরা সুখ!

ডেস্ক এডিটর
নভেম্বর ২১, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

সুখী হতে চেয়ে প্রণয় দেবি কে মালা পরালাম
বুক ভরা একরাশ স্বপ্ন সেদিন থেকে হারালাম!
ভালোই ছিলো রেস্টুরেন্টে খাওয়া, পার্কে ঘোরা
রমনা বটমূলে বসে দেয়া গোলাপের তোড়া!

সেদিন গুলোতে চোখে রেখে চোখ
স্বপ্ন দেখাতে, দিতে কত সুখ,
কান্না পেতো সন্ধ্যায় ফিরতাম যারযার ঘরে
আজকে কেন মেঘলা মন, ফিরিত একই দ্বারে!

‘বুকে’ আমা তোমা তার, চাপা কান্নার ঢেউ
অর্ণব কূলে থেকে-ও, দেখে না তা কেউ!
শিশির সিক্ত সোনালী ভোরে, কিনতাম ফুল তোমার লাগি
বিরহী বীণায় রাত কাটে এখন, ভোর হতেই বাসা ত্যাগী!

সুখের নীল সেই প্রজাপতি, ঘর বাধার পর কই পালালো
সুখ শিহরণ, সব স্বপন, বিষময় হয়ে জ্বালালো!
প্রেম আহত পাখী, বর্ষায় ভেজে, উদাম পাদপ ডালে
পালক হীন ব্যথার ডানায় উড়ে ভাবে, এ-ই ছিলো মোর ভালে?!

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।