ঢাকাবুধবার , ৩ জানুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দুর্ঘটনা
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. লক্ষ্মীপুর
  9. শিক্ষাঙ্গন
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আর্ট লাইন ১৮ ও শ্যামলী কর্মকারের উদ্যোগে ,একটি আর্ট প্রদর্শনী শুভ সূচনা হলো ।

ডেস্ক এডিটর
জানুয়ারি ৩, ২০২৪ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা

আজ ২রা জানুয়ারী , মঙ্গলবার ঠিক বিকেল পাঁচটায়, আব্দুল রাসেল এ্যভিনিউ এর সংযোগস্থলে, গ্যালারী গোল্ডে, আর্ট লাইন ১৮ এর পরিচালনায় এবং শ্যামলী কর্মকারের উদ্যোগে, একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রুপ প্রদর্শনী শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, এই প্রদর্শনী চলবে ৪ঠা জানুয়ারী পর্যন্ত এবং দর্শকদের জন্য খোলা থাকবে প্রতিদিন বিকেল তিনটি থেকে রাত্রি আটটা পর্যন্ত, এই প্রদর্শনীতে প্রায় ২৫ জন শিল্পী অংশগ্রহণ করেছেন ও তাদের ছবি প্রদর্শিত হয়েছে।

 

এই প্রদর্শনী শুভ সূচনা উপস্থিত ছিলেন, চলচ্চিত্র জগতের অভিনেত্রী পাপিয়া অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন চিত্রশিল্পী চৈতালী চন্দা , দেবব্রত দে সহ অন্যান্য আরব বিশিষ্ট গুণীজন অতিথীরা উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ও অভিনেত্রী পাপিয়া অধিকারী এই প্রদর্শনী শুভ সূচনা করেন এবং শুভ সূচনার পর প্রত্যেককে উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করেন, এর সাথে সাথে একটি ক্যাটালগ এর শুভ সূচনা করেন।

 

যে সকল শিল্পীরা তাদের শিল্প এই প্রদশনীতে তুলে ধরেছেন, তাহারা সংগীত গেয়ে ও বেহালা বাজিয়ে সকলের মনে আনন্দ দিলেন,

এই প্রদর্শনীতে বিভিন্ন ধরনের শিল্পীদের হাতের কাজ তুলে ধরা হয়েছে, শুধু পেন্টিং না, ক্রাপচারেরও কাজ প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। যে সকল শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন তাহার মধ্যে ছিলেন ডক্টর, চাকুরীজীবী, কবি ও অন্যান্যরা, সকলে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেছিলেন শুধু কলকাতা না,

 

আর্ট লাইন ১৮ কর্ণধার শ্যামলী কর্মকার, যিনি একজন নিজেও চিত্রশিল্পী, তিনি বলেন আমার এই প্রতিষ্ঠান মাত্র সাত বছরের, তার মধ্যে আমি যেভাবে সবার মনের কাছে এসে পৌঁছেছি, আমি ভাবতেও পারিনি, যে এতটা সবাই আমাকে সম্মান দেবে, আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সত্যিই আমি গর্বিত, সবার সহযোগিতা নিয়ে এবং সকল শিল্পীদের নিয়ে আমি কিছু করতে চাই। শুধু কলকাতা না ,বিভিন্ন বিদেশেও আমি আস্তে আস্তে পাড়ি দিতে চায় শিল্পী দের নিয়ে, আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল ,আমি একটি সংস্থা খুলে, কিছু ছেলে মেয়েদের উৎসাহিত করার চেষ্টা করব, যাহারা বেশির ভাগই সুযোগ পায় না প্রদর্শনীতে অংশগ্রহণ করার, সেই সকল শিল্পীদের উৎসাহিত করা, এবং সামনের পথ দেখানোই আমার সংকল্প, আমার প্রেরণা, আমি একজন শিল্পী হয়ে যদি আরেকটি শিল্পীর পাশে দাঁড়াতে পারি , সেটাই আমার কাছে বড় পাওনা,

 

নতুন বছরে শুভ সূচনায় শিল্পীদের উদ্দেশ্যে জানালেন, কেউ ভেঙে পড়বে না ,মনকে শক্ত করে এই কাজ করে যাও, নিশ্চয়ই একদিন আলোর পথ দেখবে। আর সকল দর্শকদের উদ্দেশ্যে ও শিল্পী প্রেমী মানুষদের উদ্দেশ্যে জানালেন, আপনারাও আসুন, এই প্রদর্শনী দেখুন এবং শিল্পীদেরকে উৎসাহিত করুন। আপনাদের মতামতী একটা শিল্পীকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে,

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।