ফয়সাল হোসেন, স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর সদর উপজেলায় ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন পূর্ব হাসন্দী চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ ইং এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার সময় পূর্ব হাসন্দী চেয়ারম্যানের বাড়ীর সামনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোল্লা মো. ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সহেল হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব সমিতির হাট বনাম বন্ধু মহল লক্ষ্মীপুর। বন্ধু মহল লক্ষ্মীপুর টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব সমিতির হাট প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ২১৫ রান করে। ২১৬ রান তাড়া করতে নেমে বন্ধু মহল লক্ষ্মীপুর ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৫ রান করতে সক্ষম হয়। এতে ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব সমিতির হাট ২০ রানে জয়লাভ করে। ১১৫ রান করে ম্যাচ সেরা হন ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব সমিতির হাটের ব্যাটম্যান মো. রাকিব হোসেন।