ফয়সাল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
ফুটবল মাঠের সবুজ গালিচায় বল পায়ের লিওনেল মেসিকে আপনি কোন শব্দ দিয়ে বিশেষায়িত করবেন? হয়তো একটি সমগ্র অবিধানও তার মাহাত্ম্য ব্যাখ্যা করতে অক্ষম। এই মানুষটি দেখিয়েছেন একটি সাধারণ পরিবার থেকে কিভাবে একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী হওয়া যায়। তিনি দেখিয়েছেন সৃষ্টিকর্তা প্রদত্ত প্রতিভার সঠিক ব্যবহার করে কিভাবে সবার রোল মডেল হয়ে ওঠা যায়।
একটা খেলোয়াড় ফুটবল খেলার ইতিহাসকে পরিবর্তন করার জন্য যা করতে পারে, মেসি খুব সম্ভবত তার থেকেও অনেক বেশি দিয়েছেন এই ফুটবলকে। তিনি পরিবারের প্রতি যতটা নিবেদিতপ্রাণ, সতীর্থদের প্রতি তিনি ততোটাই স্নেহময়। ক্লাবের হয়ে সবকিছু জেতা মেসির ক্যারিয়ার হয়তো সবচেয়ে বড় আক্ষেপের নাম ছিলো একটা ইন্টারন্যাশনাল ট্রফির, যা তিনি ইতিমধ্যেই অর্জন করেছেন। হয়তোবা নামের পাশে একটি বিশ্বকাপ ট্রফি নেই তবে তিনি ফুটবলকে যা দিয়েছেন তার জন্য তাকে কোনোভাবে ট্রফির হিসাব দিয়ে যাচাই করা সম্ভব নয়। তিনি যে ফুটবলের সত্যিকারের জাদুকর, তিনি ফুটবলের সৌন্দর্য। ফুটবল খেলাটায় মেসির যে অবদান তা তাকে আজীবন সম্মানের সাথে বাঁচিয়ে রাখবে প্রতিটি ফুটবল ভক্তের হৃদয়ে।
আজ সেই ফুটবল জাদুঘর লিওনেল মেসির ৩৭ তম জন্মদিন। ১৯৮৭ সালের আজকের এই দিনে তিনি আর্জেন্টিনার রোমারিও শহরে জন্মগ্রহণ করেন। জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা।
শুভ জন্মদিন লিওনেল মেসি।