অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি ;
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) বিকেলে ওই ইউনিয়নের হরিপুর খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আয়োজক কমিটি ।
ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার জমশেরপুর একাদশ ১-০ গোলে হরিপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রবীর বিজয় তালুকদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,মেজর সোলায়মান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিদ্যুৎ কান্তি সরকার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।