কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
মনে রেখো আমায়
ভুলিয়া না যাইও,
তুমি সূর্য ওঠা ভোর
মনকে বুঝাইও!
নতুন প্রেমে জড়ালে
কি আর যাবে করা,
এ বিশ্ব চরাচরে
এইতো প্রেমের ধারা!
তবু সারা জীবন আমি
রইবো পথ চেয়ে,
তৃতীয় প্রেমে যদি তোমায়
মোর কাছে আনে ধেয়ে ?
আমার নাই অর্থবিত্ত
কখনো নিরন্ন বা একবেলা খাই,
আমার কলমের নিবে আছে
বর্ণ শব্দ বাক্য বোঝাই !
যদি ভালোবাসা হয়
দায়বদ্ধতা বিশ্বস্ততা মুগ্ধতা,
আমি কবি, বড় অভাবী
আছে আমার বিশুদ্ধ সততা!
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।