ঢাকাশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দুর্ঘটনা
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. লক্ষ্মীপুর
  9. শিক্ষাঙ্গন
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

থাকবো অপেক্ষায়!

ডেস্ক এডিটর
ডিসেম্বর ১৩, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

মনে রেখো আমায়
ভুলিয়া না যাইও,
তুমি সূর্য ওঠা ভোর
মনকে বুঝাইও!

নতুন প্রেমে জড়ালে
কি আর যাবে করা,
এ বিশ্ব চরাচরে
এইতো প্রেমের ধারা!

তবু সারা জীবন আমি
রইবো পথ চেয়ে,
তৃতীয় প্রেমে যদি তোমায়
মোর কাছে আনে ধেয়ে ?

আমার নাই অর্থবিত্ত
কখনো নিরন্ন বা একবেলা খাই,
আমার কলমের নিবে আছে
বর্ণ শব্দ বাক্য বোঝাই !

যদি ভালোবাসা হয়
দায়বদ্ধতা বিশ্বস্ততা মুগ্ধতা,
আমি কবি, বড় অভাবী
আছে আমার বিশুদ্ধ সততা!

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।