ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দুর্ঘটনা
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. লক্ষ্মীপুর
  9. শিক্ষাঙ্গন
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মোহনপুরে সালিশ চলাকালে অ’স্ত্র ও ক’ক’টেল উদ্ধার, গ্রেপ্তার ৫

ডেস্ক এডিটর
মে ২৩, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

এস,আর,সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জমি-জমা সংক্রান্ত এক সালিশ বৈঠক চলাকালে দেশি অস্ত্রশস্ত্র ও ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২২ মে দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ৬নং জাহানাবাদ ইউনিয়নের কোটালীপাড়া বাজার সংলগ্ন একটি ১৪ শতাংশ জমি নিয়ে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম (৪০) এবং কৃষক রফিকুল ইসলাম (৪৮) এর মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিয়ে সালিশ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সালিশ চলাকালে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের কম্পাউন্ডে রাখা Apache RTR 150cc ও Dayun 80cc মোটরসাইকেলের সাথে থাকা একটি স্কুল ব্যাগে মোড়ানো দেশি অস্ত্র ও ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো জব্দ করে।

ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। তারা হলেন:
১. আলিফ হোসেন (১৮), গ্রাম-নওপাড়া, মোহনপুর।
২. সোহাগ আহমেদ (২৯), গ্রাম-নওদাপাড়া, থানা-শাহমখদুম।
৩. বাপ্পি (৩০) ও ৪. পাপ্পু (২৮), উভয়ের পিতা বাবলা, গ্রাম-শালবাগান, থানা-চন্দ্রিমা।
৫. মোঃ মারুফ মোর্তুজা (২৭), গ্রাম-শ্রীপুর, থানা-পবা।

গ্রেফতারকৃতদের ইউনিয়ন পরিষদের দোতলা ভবনের একটি কক্ষে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অস্ত্রের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।