ঢাকাশুক্রবার , ৪ আগস্ট ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দুর্ঘটনা
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. লক্ষ্মীপুর
  9. শিক্ষাঙ্গন
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ৫।

ডেস্ক এডিটর
আগস্ট ৪, ২০২৩ ৬:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

মো:মাহাফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইল লোহাগড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত। আহতদের পরিচয় জানা যায়নি।শুক্রবার (৪ আগষ্ট) সকাল আনুমানিক ১০ টার দিকে যশোর-কালনা মহাসড়কের এড়েন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, যশোর-কালনা মহাসড়কের এড়েন্দা এলাকায় নড়াইল এক্সপ্রেস নামে একটি বাসের সাথে বি আর টি সি নামক একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে বাসে থাকা যাত্রী ও ট্রাকের হেল্পারকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।কিন্তু ট্রাকের চালক ভেতরে মধ্যে আটকা পড়ে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় ট্রাকের চালককে বের করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান বলেন,সড়ক দুর্ঘটনায় ৪-৫ জন আহত হয়েছেন। বাস এবং ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে। এছাড়া মহাসড়কে যান চলাচল সাভাবিক রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।