ঢাকাশুক্রবার , ৪ আগস্ট ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. দুর্ঘটনা
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. লক্ষ্মীপুর
  9. শিক্ষাঙ্গন
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মান্দারীতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডেস্ক এডিটর
আগস্ট ৪, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

নূর মোহাম্মদঃ

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নে মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট- ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আনন্দ মুখর পরিবেশে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধীতা করে ১৪ নং মান্দারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বনাম ৮ নং ওয়ার্ড।
পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলাম, মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন, আহসানুল করিম রিপন, বেলায়েত হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেবসহ প্রমুখ।

খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে ফলাফল নির্ধারন করা হয়।
এতে ৮ নং ওয়ার্ড ৩-২ গোলে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্ণামেন্টের আয়োজক ১৪ নং মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এই উদ্যোগ।
আগামীতেও এই ধরনের খেলাধূলার আয়োজন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।